নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে মুখতার ফোয়ারা চত্বরে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা আওয়ামী লীগ এক আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাজাহান জয়, সহ সভাপতি আতিকুর রহমান বুলবুল, প্রফেসর আলীম মাহমুদ, সহ সম্পাদক জাহাঙ্গীর তারেক, সাংগঠনিক সম্পাদক কে বি এম রুহুল আমিন, দেলোয়ার হোসেন সাথী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, আলমাস আজাদ, বেলাল হোসেন প্রমুখ। এসময় আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।