এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী’র সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা,ওসি মাকছুদুল আলম, পৌর মেয়র আবু হানিফ আজাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওকিল উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো আমিনুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফায়জুল ইসলাম ভূইয়া, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ারসহ সকল ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।