সখীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালিত

0
103

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিনব্যাপি মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ভোর সাড়ে ৬ টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। পৌরশহরের কোকিলা পাবর শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া এ দিবস উপলক্ষে উপজেলার সকল সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন হাসপাতাল ও এতিমখানাসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। সকাল ৮.৩০ মিনিটে পুলিশ, আনসার ও ভিডিপি, উপজেলার  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায়  কুচ কাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।  এ সময় অভিবাদন মঞ্চে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান , ওসি আমির হোসেন সালামি গ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআরডিবি’র চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন এবং একটি বাড়ি একটি খামারের সমন্বয়ক ফাতেমা খাতুন।

পরে দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বীর  মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।  মধ্যাহ্ন বিরতীর পর বিকেলে মুক্তিযোদ্ধা বনাম অফিসারদের মধ্যে ফুটবল, মহিলাদের পাতিল ভাঙাসহ নানা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  সন্ধ্যায় বাংলাদেশ রেডিও ও টেলিভিশনের শিল্পীবৃন্দের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রর্দশনী করা হয়।

আয়োজিত  অনুষ্ঠানে পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা সহকারি কমিশনার ভূমি আয়শা জান্নাত তাহেরা, জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদলসহ বীরমুক্তিযোদ্ধাগণ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,  উপজেলা আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ,  স্বেচ্ছাসেবকলীগ,  ছাত্রলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী  ও বিভিন্ন রাজনৈতিক  সহযোগী অঙ্গ সংগঠন এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।