সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে এমপি জোয়াহেরের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

সখীপুরে এমপি জোয়াহেরের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহেরের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চারিবাইদা বাজারে এলাকাবাসীর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্যোক্তা জুব্বার চৌধুরীর সভাপতিতে টাঙ্গাইল জেলা বিসিআইসি সার ডিলার এসোসিয়েশনের সহ-সভাপতি ইউসুফ আলী ভুঁইয়া, স্থানীয় সমাজ সেবক আবুল কাশেম, সবুজ আহম্মেদ, আফছার উদ্দিন, হেকমত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ জুন রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -