বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeবিবিধসখীপুরে কালিয়ান গণহত্যা দিবস পালিত

সখীপুরে কালিয়ান গণহত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ‘কালিয়ান গণহত্যা’ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার সকালে সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদ কালিয়ান উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো.আমিনুর রহমান। এতে সভাপতিত্ব করেন সমাজসেবা অফিসার মনসুর আহমেদ। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সখীপুর থানার অফিসার ইনচার্জ আমির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমও গণি, সাবেক সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, কালিয়ান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ সামাদ প্রমুখ।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা দিবসটির ওপর স্মৃতিচারণ করেন।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ১ জুলাই পাকিস্তানি হানাদার বাহিনী সখীপুর উপজেলার কালিয়ান গ্রামে অতর্কিত হামলা করে ১৮ জন বাঙালিকে নৃশংসভাবে হত্যা করে। বধ্যভূমির স্মৃতিকে ধরে রাখতে ওই গ্রামে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে এবং মুক্তিযোদ্ধা যাদুঘর নির্মাণের কাজ চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -