এম সাইফুল ইসলাম শাফলু: ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষে টাঙ্গাইলের সখীপুরে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান (এমডিভি) কর্মসূচির অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সভাকক্ষে এ অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার,ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভীন মিনা, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওকিল উদ্দিন, পৌর সচিব কামরুল হাসান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, সিডিপির কর্মকর্তা ডা. রাশেদ আলী শাহ, সুপারভাইজার মো. আসাদুজ্জামান সুমনসহ সখীপুর পৌর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং প্রশিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।