সখীপুরে কোভিড-১৯ টিকাকেন্দ্রে পুরুষের চেয়ে নারীদের দীর্ঘ লাইন

0
148
News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকাকেন্দ্রে পুরুষের চেয়ে নারীদের দীর্ঘ লাইন দেখা গেছে। রবিবার সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় অস্থায়ীভাবে স্থাপিত টিকাদান বুথ থেকে একটি লাইন স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটক পর্যন্ত ঠেকেছে। ওই একটি লাইনেই প্রায় চারশত নারী টিকা গ্রহণের জন্যে অপেক্ষা করছেন। অন্যদিকে কেউ কেউ লাইন দীর্ঘ দেখে টিকা না নিয়েই ফিরে যাচ্ছেন। তবে টিকা নিতে আসা পুরুষদের লাইনটি ছিলো খুবই ছোট।

টিকা দিতে আসা লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজন নারীর সঙ্গে কথা বললে তারা জানায়, তাঁদের মধ্যে কেউ এক-দুইদিন আগে, কেউ চার-পাঁচদিন আগে এসএমএস পেয়েছেন। তবে তাঁরা প্রতিবেশী কয়েকজন একত্র হয়ে একইদিনে রবিবার টিকে নিতে এসেছেন।

লাইনের বিড়ম্বনা এড়াতে টিকা গ্রহণ না করেই ফিরে যাওয়া মিতু আক্তার বলেন, দুইদিন আগে এসএমএস পেয়েছি। তাই টিকা নিতে এসেছিলাম। কিন্তু এতো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে টিকা নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই ফিরে যাচ্ছি। আবার পরে আসতে হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কর্মকর্তা আবদুর রহিম বলেন, সকাল থেকেই প্রচুর লোকজন টিকা গ্রহণ করতে এসেছেন। তাই অনেক সময় লাইন দীর্ঘ হয়ে যায়। তবে সখীপুরে কোভিড-১৯ টিকাকেন্দ্রে পুরুষদের চেয়ে নারীদের অংশ গ্রহণ অনেক বেশি।

এ ব্যাপারে আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হাসান মাসুদ খান বলেন, প্রতিদিন কমপক্ষে দুই হাজার লোককে কোভিড-১৯ টিকা দেওয়া হচ্ছে। এ হাসপাতালে চাহিদা অনুযায়ী টিকার পর্যাপ্ত মজুদও রয়েছে, দুই-একজন হয়তো প্রখর রোদে দীর্ঘ লাইনের বিড়ম্বনা এড়াতে ফিরে গেছেন, তাঁরা অবশ্যই পুনরায় টিকা গ্রহণ করতে আসবেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।