শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

সখীপুরে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে ইমরান হোসেন(১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে। ইমরান ওই এলাকার মৃত সিদ্দিক হোসেনের ছেলে। সে চলতি বছর সূর্যতরুণ স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল। এ ব্যাপারে সখীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, ইমরানের বাবা মারা যাওয়ার পর সে তার মায়ের সঙ্গে একই ঘরে থাকত। বুধবার সকালে ইমরানকে ঘুমন্ত অবস্থায় রেখে তার মা লুৎফা বেগম ছাগল নিয়ে মাঠে যায়। ফিরে এসে ইমরানকে নিজ ঘরের আড়ার (ধর্নার) সঙ্গে ঝুলতে দেখে চিৎকার করে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ইমরানের চাচা সাইদুল ইসলাম বলেন,পরীক্ষা দেওয়ার পর সে মানসিক সমস্যায় ভুগছিল। ধারণা করা হচ্ছে ইমরান আত্মহত্যাই করেছে।
সখীপুর থানার উপ-পরির্দশক (এসআই) আজিজুল ইসলাম বলেন,নিহতের স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিদের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের জন্য তাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -