এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে গাঁজা ও ইয়াবা বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- ১০ পিস ইয়াবাসহ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাচাবাজার এলাকার মঙ্গল চন্দ্র বণিকের ছেলে মানিক চন্দ্র বণিক (২৫) ও ১০০ গ্রাম গাঁজাসহ উপজেলার কালিয়া ইউনিয়নের দারিপাকা গ্রামের আবদুল হাইয়ের ছেলে সেলিম মিয়া (১৯)।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।