বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে চার মোটরসাইকেল আরোহীকে জরিমানা

সখীপুরে চার মোটরসাইকেল আরোহীকে জরিমানা

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চার মোটরসাইকেল আরোহীকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান এ দন্ডাদেশ দেন।

দন্ডাদেশ প্রাপ্তরা হচ্ছে-উপজেলার মোচারিয়া পাথার গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে সাইফুল ইসলামকে ২হাজার ৭শ টাকা, চতলবাইদ গ্রামের আব্বাছ আলীর ছেলে মাসুদ রানাকে ৪ হাজার ৫শ টাকা, ইছাদিঘী গ্রামের ফরিদ মিয়ার ছেলে শামীম মিয়াকে ১ হাজার এবং পৌরসভার ৫নং ওয়ার্ড গড়গোবিন্দপুর এলাকার আবদুর রশিদেও ছেলে মোশারফ হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন-মোটরসাইকেল চালনার সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চার মোটরসাইকেল আরোহীকে ৯হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -