নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে ২০২৩-২৪ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় মৎস্য অধিদপ্তর কর্তৃক ২৯৪ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পুকুর এবং নকিল বিলে এসব পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দর কামাল লেবু, সহকারী কমিশনার (ভূমি ) মঞ্জুরুল মোর্শেদ, মৎস্য কর্মকর্তা সমিরণ কুমার শাহা, বিআরডিবি ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।