বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন’র উদ্বোধন

সখীপুরে জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন’র উদ্বোধন

সখীপুর প্রতিনিধি: সারাদেশের ন্যায় টাঙ্গাইলের সখীপুরেও জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো দিবসের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপজেলা স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরামের সাধারণ সম্পাদক, নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, ডা. নাজমুল হাসান মাসুদ, সিনিয়র ষ্টাফ নার্স নাজমুন নাহার রানু, নার্স মাছুদা আক্তার,মুরাদীয়া পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন। একই দিনে দিনব্যাপি উপজেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন বিভিন্ন বাসষ্ট্যান্ড ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়াও শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি শিশুকে ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোসহ অন্যান্য পুষ্টি বার্তা প্রচার করা হবে। বাদপড়া শিশুদের ক্যাম্পেইনের পর আরো চারদিন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -