বুধবার, মার্চ ২২, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাসখীপুরে ডিএসটিএস অ্যাসোসিয়েশন -এর নতুন কমিটি গঠন

সখীপুরে ডিএসটিএস অ্যাসোসিয়েশন -এর নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: ঢাকায় অবস্থানরত বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের বৃহৎ সংগঠন “ঢাকাস্থ সখীপুর থানা স্টুডেন্টস্ (ডিএসটিএস) অ্যাসোসিয়েশন” -এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

বুধবার সংগঠনের সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত কার্যকরী (আংশিক) কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি আশিক আহমেদ আকাশ (ঢাবি) ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান তমাল (শেকৃবি) ।

কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি নাছির আহমেদ নিলয় (জবি), সিয়াম আহমেদ (কবি নজরুল কলেজ), যুগ্ম সাধারণ সম্পাদক রিজভী শাকিল (তিতুমীর কলেজ) ও সাংগঠনিক সম্পাদক খলিলুল্লাহ পল্লব (ঢাবি), সহ সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম (ঢাবি), মাহফুজ তালুকদার (ঢাবি)।

সাধারণ সম্পাদক জানান, সখীপুরের কৃতি শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন ডিএসটিএস। সেই ঐতিহ্য কে ধরে রেখে সংগঠনকে আরো গতিশীল করতে চাই।সেই সাথে ঢাকায় অবস্থানরত সকল শিক্ষার্থীদের কল্যানে কাজ করে যেতে চাই এবং সখীপুরের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক সেই কামনা করি।”

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -