সখীপুর প্রতিনিধি:টাঙ্গাইলের সখীপুরে আব্দুল কুদ্দুস মাস্টার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যেগে শতাধিক দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । আজ সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার কালিদাস বাজারে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
আব্দুল কুদ্দুস মাস্টার ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি হাজী আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং বহুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিদাস কলিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদ আহমেদ এবং কালিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সরকার নূরে আলম মুক্তা বলেন, এমন মানবিক কাজে সকলের অংশগ্রহণ করা দরকার। আব্দুল কুদ্দুস মাস্টার ওয়েলফেয়ার সোসাইটি ভালো কাজের মাধ্যমে সমাজের দৃষ্টান্ত হয়ে থাকবে।
আব্দুল কদ্দুস মাস্টার ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি হাজী আব্দুল হাই বলেন, মানুষের সেবা করার জন্যই প্রতিষ্ঠানটির জন্ম।অতীতের ন্যায় ভবিষ্যতেও মানবিক কাজের মাধ্যমে সমাজের উদাহরণ হয়ে থাকবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।