বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে দুটি রাস্তা উদ্বোধন

সখীপুরে দুটি রাস্তা উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর-সাগর‌দিঘী সড়‌কের সখীপুর খাদ্যগুদাম অং‌শে যানবাহন চলাচলের জন্য উম্মুক্ত করা হ‌য়ে‌ছে। একই সড়‌কের বড়চওনা বাজার অং‌শেও যান চলাচ‌লের জন্য উম্মুক্ত করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার সকালে আনুষ্ঠা‌নিকভা‌বে সড়‌কের এ দুই অং‌শকে উম্মুক্ত করা হয়।

টাঙ্গাইল-৮আস‌নের এম‌পি জোয়া‌হেরুল ইসলাম অসুস্থ থাকায় তার প‌ক্ষে সখীপুর উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি কুতুব উদ্দিন আহ‌মেদ, সাধারণ সম্পাদক শওকত শিকদারসহ দ‌লের বি‌ভিন্ন স্ত‌রের নেতা-কমর্মীরা উদ্বোধনী অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন।

সংস্কার কা‌জের জন্য ক‌য়েক মাস ধ‌রে সড়‌কের দুই অংশে যান চলাচল বন্ধ ছিল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -