সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখীপুরে নলুয়া বাজার বণিক সমিতির নির্বাচন; প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

সখীপুরে নলুয়া বাজার বণিক সমিতির নির্বাচন; প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে নলুয়া বাজার বণিক বহুমূখী সমবায় সমিতির নির্বাচন আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সভাপতি-সম্পাদকসহ ৯টি পদের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নলুয়া বাজার বণিক সমিতি কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি পদে মো. আসাদুজ্জামান শাহজাহান (আনারস প্রতীক), আনিস মোল্লা ( চেয়ার প্রতীক) ও আইয়ুব আলী খান ( গরুর গাড়ী প্রতীক) পান।
সহ-সভাপতি পদে আবুল হোসেন আকাশ ( গোলাপ ফুল প্রতীক) এবং মো. আজমত আলী কাজী ( মাছ প্রতীক) পান।
সাধারণ সম্পাদক পদে ডিএম শাহীনুর রহমান শাহিন (বালতি প্রতীক), আবদুর রাজ্জাক ( টেলিভিশন প্রতীক) এবং মাসুদ রানা (দোয়াত কলম) প্রতীক পান।
পরিচালক পদে, মো. মাহফুজুর রহমান মোল্লা (কুড়াল প্রতীক), খন্দকার শাহজাহান সিরাজ (টেবিল প্রতীক), মো. আবু সাঈদ খান ( তালাচাবি প্রতীক), হারুন অর রশিদ (কলম প্রতীক) খোরশেদ আলম ( কম্পিউটার প্রতীক), আবদুল গফুর মিয়া ( মই প্রতীক), এবং শ্রী সুন্দর কুমার রায় ( ঘোড়া প্রতীক) পান। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে অন্যদের মধ্যে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. জহির উদ্দিন ডিলার, মো. নূরুল ইসলাম, মোমেন খান, নির্বাচন কমিশনার মাওলানা আবদুল হক এসএম আনোয়ারুল আজিম, মো. ফজলুল হক মাস্টার এবং উপজেলা সমবায় অফিসের প্রতিনিধি মো. শহীদুল্লাহ ভূইয়া উপস্থিত ছিলেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -