বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ভ্রাম্যমাণ আদালত; চার প্রতিষ্ঠান মালিককে আর্থিক জরিমানা

সখীপুরে ভ্রাম্যমাণ আদালত; চার প্রতিষ্ঠান মালিককে আর্থিক জরিমানা

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই হোটেল ও দুই ডেন্টাল ক্লিনিক মালিককে ৯০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

সোমবার বিকেলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা এ জরিমানা করেন। এতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে সখীপুর পৌরসভার সাজ্জাত হোটেলের মালিক রাসেল আহম্মেদকে ৫০ হাজার এবং ধানসিঁড়ির হোটেল মালিক সোহেল রানাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে লাইসেন্স না থাকায় উপজেলার তক্তারচালা বাজারে জয়িতা ডেন্টালের মালিক কার্তিক চন্দ্র সরকারকে ১৫ হাজার এবং তোফাজ্জল ডেন্টালের মালিক তোফাজ্জল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আয়শা জান্নাত তাহেরা বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ খাবার পরিবেশন করার দায়ে দুই হোটেল মালিক এবং লাইসেন্স না থাকায় দুই ডেন্টাল ক্লিনিক মালিকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -