সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে মুক্তিযোদ্ধা আতোয়ার রহমানের ১ম মৃত্যু বার্ষিকী

সখীপুরে মুক্তিযোদ্ধা আতোয়ার রহমানের ১ম মৃত্যু বার্ষিকী

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সাবেক সভাপতি, হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতোয়ার রহমানের ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ১৫ জুলাই বুধবার এ দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে  তার জীবনি আলোচনা ,  কোরআন খতম, কবর জিয়ারত ও মসজিদে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা ও কবর জিয়ারতকালে উপজেলা কৃষক শ্রমিক জনতালীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আলহাজ্ব সবুর মেম্বার, দলটির পৌর কমিটির আহবায়ক আবু জাহিদ রিপন, সদস্য খলিলুর রহমান, দুলাল মাস্টার. আলমগীর সিদ্দিকী, ছাত্র আন্দোলনের সহ-সভাপতি  কবি সাদেক, সাধারণ সম্পাদক নাহিদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক শফি উদ্দিনসহ মরহুমের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: মুক্তিযোদ্ধা আতোয়ার রহমান ২০১৯ সালের ১৫ জুলাই সড়ক দুর্ঘটনায়  চিকিৎসাধীন অবস্থায়   মৃত্যু বরণ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -