বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে মুক্তিযোদ্ধা মজিদ সরকারের ৩২তম স্মরণ সভা

সখীপুরে মুক্তিযোদ্ধা মজিদ সরকারের ৩২তম স্মরণ সভা

নিজস্ব প্রতিনিধি : সখীপুর উপজেলার কালিয়াপাড়া ডাকাতিয়া মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা আবদুল মজিদ সরকারের ৩২তম স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে এ উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত ওই বিদ্যালয়ে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা ছাড়াও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

স্মরণ সভায় আরহাজ ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যক্ষ জয়নাল আবেদীন, বিদ্যালয়ের পরিচালক মরহুমের বড় ছেলে (সাবেক এএসপি) ইয়াকুব আলী, সাবেক প্রধান শিক্ষক আবদুল আজিজ, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন আহমেদ, সাবেক প্রধান শিক্ষক রমিজ উদ্দিন, আবদুর রাজ্জাক, ফারুক খান প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -