মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
Homeআমাদের টাঙ্গাইলসখীপুরে শেখ হায়েত আলী সরকার এর - ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন

সখীপুরে শেখ হায়েত আলী সরকার এর – ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন

সখীপুরে শেখ হায়েত আলী সরকার এর – ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে সখীপুর থানা গঠনের অন্যতম সংগঠক, উপ-স্বাস্থ্য কেন্দ্রের জমিদাতা, পি.এম. পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজ এর – “প্রতিষ্ঠাতা ও জমিদাতা” প্রয়াত শেখ হায়েত আলী সরকার এর – ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।  আজ ১৫ সেপ্টেম্বর শুক্রবার এ উপলক্ষে কবর জিয়ারত,  পুষ্প অপর্ণ,  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে  উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার কামাল হায়দার লেবু,  পৌর মেয়র আবু হানিফ আজাদ, শেখ হায়েত আলী সরকার স্মৃতি ফাউন্ডেশন এর সভাপতি ও মরহুমের কনিষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব,পি.এম. পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজ এর- অধ্যক্ষ জনাব কেবিএম খলিলুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক এমদাদুল হক, সিনিয়র শিক্ষক ফজলুল হক সহ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকামন্ডলী, সাবেক প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা এস এম আমজাদ হোসেন, সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল রাজ্জাক বিএসসি, সরকারী মুজিব অনার্স কলেজের বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক ও বিভাগীয় প্রধান অধ্যাপক দেলোয়ার শিকদার, মরহুম শেখ হায়েত আলী সরকার স্মৃতি ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক সাংবাদিক  এনামুল হক এবং পরিবারের পক্ষে মরহুমের বড় ছেলে আবদুল বারেক মিয়া এবং মরহুম শেখ হায়েত আলী, নাতি জাকির হোসেন রাজু ও নাতি শিক্ষানবিশ আইনজীবী শেখ হাসনাত ‘সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ অংশ নেন।  এ সময় অন্যান্য শিক্ষক,  শিক্ষার্থী এবং বিভিন্ন স্তরের জনসাধারণ  উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -