শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে সার্বজনীন শিশু দিবস পালন

সখীপুরে সার্বজনীন শিশু দিবস পালন

এম সাইফুল ইসলাম শাফলু “শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সখীপুরে সার্বজনীন শিশু দিবস পালন করা হয়েছে। আন্তর্জাতিক দাতা সংস্থা কেএনএইচ-জার্মানির অর্থায়নে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট কর্তৃক আয়োজনে উপজেলার কালিয়া এবং কাকড়াজান ইউনিয়নে পৃথকভাবে দিবসটি উদযাপন করা হয়। কালিয়া ইউনিয়নের দারিপাকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শিক্ষার্থী কবিতা ও রিফাত হাসানের সঞ্চালনায় সার্বজনীন শিশু দিবস উপলক্ষে র‍্যালী, স্মৃতি স্বাক্ষর, আলোচনা সভা, শিশু, কিশোর/কিশোরীদের উপস্থাপনায় গান, নাটিকা, নৃত্যানুষ্ঠান ও পুরষ্কার বিতরণীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আলোচনা সভায় হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম. কামরুল হাসান।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার মলি দত্ত, মনিটরিং এন্ড চাইল্ড প্রটেকশন অফিসার বিপ্লব দাশ, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -