নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে মালবাহী ট্রাক চাপায় আমীর হামজা (৫৫) নামের এক কাঠ মিস্ত্রী নিহত হয়েছে। শুক্রবার বিকেলে সখীপুর-গোপিনপুর সড়কের মহান্দনপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত আমীর হামজা ওই এলাকার মনির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আমীর হামজা শুক্রবার বাড়ি থেকে পায়ে হেঁটে স্থানীয় মহান্দনপুর বাজারে বাজার করতে আসেন। বাজার শেষে বাড়ি ফেরার পথে সখীপুর থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক ট্রাক চালককে আটক করেছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীর হোসেন ঘটনার সততা নিশ্চিত করেছেন।