এম সাইফুল ইসলাম শাফলু : আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে সারাদেশে ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের সখীপুর উপজেলার চারটি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক মজনু প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।
এতে ১নং কাকড়াজান ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী তারিকুল ইসলাম বিদ্যুত (নৌকা) স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন (আনারস)। ২নং বহেড়াতৈল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ওয়াদুদ হোসেন ( নৌকা), ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম ফেরদৌস (আনারস), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী কামরুল হাসান (হাতপাখা), জাতীয় পার্টি মনোনিত প্রার্থী মো. আলতাব হোসেন (লাঙ্গল) । ৪নং যাদবপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার ( নৌকা), স্বতন্ত্র প্রার্থী ওই ইউনিয়নে সাবেক চেয়ারম্যান খন্দকার বজলুর রহমান বাবুল (আনারস), স্বতন্ত্র প্রার্থী জাহিদ খান ( চশমা ) এবং ৮নং বহুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী গোলাম কিবরিয়া সেলিম ( নৌকা), স্বতন্ত্র প্রাথী সরকার নূরে আলম মুক্তা (মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী চলচিত্র পরিচালক নিরঞ্জন বিশ্বাস (আনারস) প্রতীক পেয়েছেন।
এছাড়াও ওই চারটি ইউনিয়নে সাধারণ সদস্যপদে ১৩৬ জন এবং সংরক্ষিত মহিলা সদস্যপদে ৩৯ জনের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়।