এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইল-০৮ সখীপুর ও বাসাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে করোনাসহ অন্যান্য শ্বাসকষ্ট জনিত রোগীদের জন্য ৫৩ কেজির ১০টি অক্সিজেন সিলিন্ডার তুলে দিলেন সাবেক সাংসদ অনুপম শাহজাহান জয়। আজ মঙ্গলবার বিকেলে আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে তিনি এসব সিলিন্ডার তুলে দেন।
এ সময় সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী, সিনিয়র মেডিকেল অফিসার ডা. শাহিনুর আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হামান মাসুদ রানা, বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফেরদৌস , দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাইফুল ইসলাম শামীম, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, ছাত্রলীগের সাবেক সভাপতি আলমাস আজাদ, ছাত্রলীগের সভাপতি মির্জা শরীফসহ হাসপাতালের কর্মকর্তা -কর্মচারী ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।