মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাসখীপুর বিএনপির সভাপতি শাহজাহান সাজুর পদত্যাগের ঘোষণা, জানে না জেলা বিএনপি

সখীপুর বিএনপির সভাপতি শাহজাহান সাজুর পদত্যাগের ঘোষণা, জানে না জেলা বিএনপি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। আজ (৫ ডিসেম্বর) সোমবার বিকালে তিনি তার ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের এ ঘোষণা দেন।

তিনি স্ট্যাটাসে তার শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণ দেখিয়ে এ পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে স্ট্যাটাসে উল্লেখ করেছেন। এছাড়া আগামী ২-৩ দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলেও ওই স্ট্যাটাসে উল্লেখ করেছেন তিনি।

আন্দোলন ও মামলার ভয়ে সভাপতি পদ থেকে পদত্যাগের গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু বলেন, মামলা-হামলার ভয় আমি কোনদিনই করি নাই। এখনও করি না। শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

তবে আগামী ২-৩ দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে বিএনপির সকল পদ-পদবি থেকে নিজেকে সরিয়ে নেব।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল বলেন, বিষয়টি আমার জানা নেই। পরে শাজাহান সাজুর সঙ্গে এ বিষয়ে কথা বলে তিনি জানাবেন বলে আর কোনো কথা বলেননি।

তিনি আরও জানান, কেন্দ্রীয় বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট আহমেদ আজম খানের সঙ্গে কথা বলতে তার মুঠোফোনে ফোন করলেও তিনি ফোন ধরেননি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -