বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসাংবা‌দিকতায় সম্মাননা পা‌চ্ছেন সখীপু‌রের দুই সাংবা‌দিক

সাংবা‌দিকতায় সম্মাননা পা‌চ্ছেন সখীপু‌রের দুই সাংবা‌দিক

নিজস্ব প্রতিনিধি: সাহসী ও নির‌পেক্ষ সাংবাদিকতায় সম্মাননা পা‌চ্ছেন সখীপু‌রের দুই সাংবা‌দিক।

এরা হ‌লেন- সাপ্তা‌হিক সখীপুর বার্তার সম্পাদক শা‌কিল আ‌নোয়ার ও অনলাইন নিউজ পোর্টাল লাল মা‌টির কণ্ঠের সম্পাদক ইকবাল গফুর। আজ ৩ জুলাই বি‌কেল ৩টায় ঢাকার ফার্ম‌গেট খামারবা‌ড়ি গিয়াস উ‌দ্দিন মিল্কী অ‌ডি‌টো‌রিয়ামে ‘বাঙালী কৃ‌ষ্টি ও সংস্কৃ‌তি ফোরাম’ বর্ণাঢ্য এক অনুষ্ঠা‌নের মাধ্য‌মে ওই দুই সাংবা‌দি‌ককের হা‌তে সম্মাননা স্বারক তু‌লে দি‌বে।

শা‌কিল আ‌নোয়ার বর্তমা‌নে জাতীয় দৈ‌নিক কা‌লের ক‌ণ্ঠের সখীপুর প্র‌তি‌নি‌ধি ও সখীপুর প্রেসক্লা‌বের সভাপ‌তি হি‌সে‌বে দা‌য়িত্ব পালন কর‌ছেন। অন্য‌দি‌কে ইকবাল গফুর সখীপ‌ুর প্রেসক্লা‌বের সা‌বেক সভাপ‌তি ছি‌লেন এবং প্রথম আ‌লোর সখীপুর প্র‌তি‌নি‌ধি হি‌সে‌বে কর্মরত র‌য়ে‌ছেন।

একযোগে সখীপুরের এ দুই সাংবা‌দি‌কের সম্মাননা প্রা‌প্তি‌তে সখীপুর প্রেসক্লাব, সখীপুর বার্তা ও লাল মা‌টির কণ্ঠ প‌ত্রিকা পরিবারের পক্ষ থে‌কে শু‌ভেচ্ছা জানা‌নো হ‌য়ে‌ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -