সোমবার, মার্চ ২০, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাসাইক্লিংয়ে অঞ্চল চ্যাম্পিয়ন টাঙ্গাইলের আকাশ

সাইক্লিংয়ে অঞ্চল চ্যাম্পিয়ন টাঙ্গাইলের আকাশ

পাঁচ বছর আগে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির পর বাবা মারা যায় সাকিবুল হাসান আকাশের। পরিবারের একমাত্র উপার্জনকারী বাবা না থাকায় খুব কষ্টে খেয়ে না খেয়ে তাদের সংসার চলছে। তবে পড়াশোনার পাশাপাশি আকাশের সাইক্লিং, ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলার প্রতি আকর্ষণ ছিল। সেই চেষ্টা থেকেই বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ‘পদ্ম’ অঞ্চল ময়মনসিংহ অঞ্চলে প্রথম হয়েছে আকাশ।

সোমবার দুপুরে ময়মনসিংহ জেলা স্কুল ছাত্রবাস মাঠে ৫১ তম শীতকালীন খেলাধূলা ও এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মধ্যে সে প্রথম হয়।

সাকিবুল হাসান আকাশ টাঙ্গাইল সদর উপজেলার ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজের ১০ শ্রেণীর ছাত্র। সে টাঙ্গাইল পৌরসভার কাগমারা উত্তরপাড়া গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে।

ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক শওকত আলী জানান, গত ১৮ জানুয়ারি শীতকালীন খেলাধূলা ও এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় আকাশ সদর উপজেলা প্রথম স্থান অর্জন করে। ২২ জানুয়ারি জেলা পর্যায়ে ১২ জনের মধ্যে প্রথম, ২৮ জানুয়ারি উপ-অঞ্চল পর্যায়ে ৮ জনের মধ্যে শ্রেষ্ঠ এবং সোমবার ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের চার মধ্যে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে সুযোগ পেয়েছে।

সাকিবুল হাসান আকাশ বলেন, প্রায় ৫ বছর আগে আমার বাবা মারা যায়। বড় বোন ও বোন জামাতার সহযোগিতায় পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আজকেও প্রতিযোগিতা শুরুর আগে আমার সাইকেলটি ভেঙে যায়। ভূঞাপুর উপজেলার এক নারী প্রতিযোগির সাইকেল দিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয়েছি। আমি মানুষের মতো মানুষ হতে চাই। তাই সকলের সহযোগিতা কামনা করি।

আকাশের মা আলো বেগম বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর পরিবারের আর কেউ উপার্জনকারী নেই। খেয়ে না খেয়ে দিন পার করেছি। আমার ছেলে খুব কষ্টে করে মানুষ হচ্ছে। আকাশে সুখবর পেয়ে আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া কামনা করেছি। আকাশকে মানুষ করতে সকলের সহযোগিতা কামনা করি।

ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম বলেন, আকাশ শুধু আমার প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনেনি, পুরো টাঙ্গাইল জেলার সুনাম বয়ে এনেছে। আকাশকে সব ধরনের সহযোগিতা করা হবে। তাকে একটি বাইসাইকেলও কিনে দেয়ার আশ্বাস দেন শহিদুল ইসলাম।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -