মুহাম্মদ সাইফুল ইসলাম, গোপারপুর: আইন শৃঙ্খলার উন্নয়ন ও আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টাঙ্গাইলের গোপালপুরের দক্ষিণ পাথালিয়া গ্রামে নির্মাণাধীন ২০১ গম্বুজ মসজিদ সংলগ্ন মাঠে স্থানীয় ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিদের সাথে গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
গত শুক্রবার বিকাল ৫টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন , গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন আব্দুল গনি মাষ্টার, অধ্যাপক মোঃ ইদ্রিস আলী , মোঃ আঃ সাত্তার।
উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যান ট্রাষ্টের সদস্য মোঃ আঃ হান্নান, আঃ মান্নান , আঃ করিম , মোঃ হুমায়ন কবির , সাবেক মেম্বার মোঃ বাহাজ উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা মোঃ তুলা প্রমুখ ।
এসময় গ্রামবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়, কোন পর্যটক ভোগান্তির শিকার হবে না বলেও জানানো হয়।