শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeদেশের খবরখেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে: কাদের

খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে: কাদের

অনলাইন থেকে: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মোকাবিলাই হলো খেলার বিষয়। খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, ভুয়া ভোটারের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, অর্থ পাচারের বিরুদ্ধে। এ খেলা নির্বাচনে হবে এবং আন্দোলনেও হবে।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, করোনা মহামারিতে বিনামূল্যে শেখ হাসিনা ভ্যাকসিন দিয়েছেন। সেই সঙ্গে মহানগর, জেলা-উপজেলা, থানাসহ নেতা-কর্মীরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিল। আজকে আমাদের শপথ যত ঝড়-ঝঞ্ঝা, দুর্যোগ, বিপদ আসুক না কেন আমরা মানুষের পাশে ছিলাম, থাকব। আমাদের অঙ্গীকার মানুষের পাশে থাকার।

ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই। বাংলাদেশ ও মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে, আওয়ামী লীগকে বাঁচাতে হবে। উন্নয়নের অর্জন বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।

বিএনপির সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন হলে বিএনপি জিততে পারবে না, তাই সরকার হঠানোর কথা বলে। স্পষ্ট কথা জিততে পারবে না। তারা ১০ ডিসেম্বর পারেনি, অশ্বডিম্ব। ৩০ তারিখেও যদি পারে ঘোড়ার ডিম পাড়বে। আছে সম্ভাবনা? আওয়ামী লীগ প্রস্তুত, মোকাবিলা হবে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, আমরা আপনাদের প্রতিপক্ষ মনে করি, শুত্রু মনে করি না। উনাদের মনে বড় জ্বালা, অন্তর জ্বালা। পদ্মা সেতু উদ্বোধন করেছে আওয়ামী লীগ, মেট্রোরেল উদ্বোধন করবে এই জ্বালা সহ্য করতে পারে না।

ওবায়দুল কাদের বলেন, ৪৭ বছরে সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ হাসিনা, দক্ষ প্রশাসন ও সবচেয়ে বড় কুটনৈতিক নাম, সাহসের নেতা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -