কালিহাতী প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে হেরোইন ও ইয়াবাসহ এক জনকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ।
মঙ্গলবার (৬জুন) রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার বেতডোমা কবরস্থানরে কছে তল্লাশি চালিয়ে চালিয়ে একজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৫ পুড়া হেরোইনসহ উদ্ধার করা হয়।
আটককৃতরা কালিহাতী উপজেলার গোলড়া পশ্চিম পাড়া গ্রামের মোঃ আবু বক্কররে ছেলে মোঃ বাদশা মিঞা (২৫)
কালিহাতী থানার এসআই নব কুমার ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতের তল্লাশি চালিয়ে ২০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৫ পুড়া হেরোইনসহ তাকে আটক করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে কালিহাতী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।