টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে একই গ্রামের তিন জনের জানাজা পড়লেন মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজ শেষে মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. ইউসুফ জানাজা পড়ান।
জানা গেছে, উপজেলা সদরের পোস্টকামুরী গ্রামের ছামাদ মিয়া (৭০), মৃত কালু মিয়ার স্ত্রী সূর্য্য বানু (৬৫) ও ইন্তাজ মিয়ার স্ত্রী শাবজানা (৮০) গত বৃহস্পতিবার রাতে মারা যান। গতকাল জুমার নামাজের পর তাদের জানাজা শেষে পোস্টকামুরী কবর স্থানে দাফন করা হয়।
এদিকে পবিত্র রমজান মাসে একই দিন ওই গ্রামের তিন জনের মৃত্যু ও একই সঙ্গে জানাজা পড়া মুসল্লিদের মধ্যে প্রথম বলে জানা গেছে। ওই গ্রামের হেলাল উদ্দিন (৬০) জানান, তিনি জীবনে কখনো একসঙ্গে একই গ্রামের তিন জনের জানাজা পড়েননি। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ জানান, ওই তিন জনের বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে। এভাবে স্বাভাবিক মৃত্যুর পর একসঙ্গে তিন জনের জানাজা মির্জাপুরে কখনো হয়েছে বলে তার জানা নেই। পবিত্র রমজান মাসে একসঙ্গে তিন জনের মৃত্যুর পর তাদের জানাজা একসঙ্গে পড়তে পাড়া আল্লাহর অশেষ মেহেরবাণীতেই হয়েছে।