মির্জাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে পুকুর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বাসস্ট্যান্ড সংলগ্ন জনৈক শফী উদ্দিন মিয়ার পুকুর থেকে মরদেহ উদ্ধার করে মির্জাপুর থানা পুলিশ।
স্থানীয় সুত্র জানায়, মৃত ব্যক্তিটি পাগল ছিল। বেশ কয়েকদিন যাবতই লোকটি উক্ত এলাকার বিভিন্ন স্থানে দিন ও রাত্রি যাপন করতো। গতকাল বুধবার সন্ধ্যা ৭.৩০ মিনিট পর্যন্ত লোকটিকে ভাল অবস্থায় দেখা গেছে। লোকটি নিজের পূর্ণ পরিচয় না দিতে পারলেও নিজের নাম রহিজউদ্দিন বলতো। লোকটি মৃগী রোগে আক্রান্ত হওয়ায় তাদের ধারণা রাতের কোন এক সময় পুকুরের পানিতে পড়ে ডুবে আর উঠতে পারেনি।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক মিজান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে লোকটির খুন হওয়ার মতো কোন আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।