মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩
Homeআমাদের টাঙ্গাইলসখীপুরে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালন

সখীপুরে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালন

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। আজ দুপুরে পৌর বিএনপির উদ্যোগে এ উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়। বিএনপি নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে  সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মো: নাসির উদ্দিন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদের সঞ্চালনায় সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন,উপজেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক ফারুক, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী আব্দুল গনি, সহসভাপতি লুৎফর রহমান, পৌর কৃষকদলের সভাপতি আয়নাল শিকদার, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাখাওয়াত মাস্টার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরকার সুমন, সরকারি সা’দত কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পাবিনুর রহমান পাপ্পু, সখীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বুলবুল, সরকারি মুজিব কলেজ ছাত্রদলের সভাপতি মো: রাসেল,পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফেল  প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও এতে  উপজেলা ও পৌর বিএনপি  এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও অন্যান্য প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে  তবারক বিতরণ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -