- বাসাইল থেকে মাসুদ রানা, টাঙ্গাইলের বাসাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মিরিকপুর গঙ্গাঁচরণ তপশিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বাসাইল সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন,স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
বাসাইল সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গৌরাঙ্গ সূত্রধরের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউছ,সহ-সভাপতি আবু হানিফ মিয়া,সাধারণ সম্পাদক মির্জা রাজিক,বাসাইল পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ,বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান, বাসাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল সহ প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাসাইল সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুলহাস মিয়া।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল
SUBSCRIBE করতে ক্লিক করুন।