শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

উন্মাদ
——-মারজিনা মিতু
তোমার প্রেমের গল্প নিয়ে
কবিতা লিখছি আমি,
খুশির সাগরে ভাসবো যখন
হারিয়ে গিয়েছ তুমি।
রোজই রাতে স্বপ্ন এসে
আমার কানে কয়,
দুদিনের এ খেলা ঘরে
কেউ কারো নয়।
তবুও তোমার স্মৃতিগুলো
পিছু ডাকে বারংবার
ভুলতে চেয়েও পারি না তোমায়
ভুলতে পারবো হয়তাবা
হই যদি কখনো উন্মাদ।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -