বুধবার, মার্চ ২২, ২০২৩
Homeদেশের খবরএইচএসসিতে উত্তীর্ণ মা-মেয়ে ও মা-ছেলে

এইচএসসিতে উত্তীর্ণ মা-মেয়ে ও মা-ছেলে

অনলাইন থেকে: খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মা-ছেলে ও মা-মেয়ে। বুধবার এইচএসসির ফল ঘোষণার পর জেলার পানছড়িতে এমন খবরে এলাকাবাসীর মাঝে বাড়তি মনোযোগ তৈরি হয়েছে। বিষয়টিকে সবাই ইতিবাচকভাবে দেখছেন।

সুমেন চাকমা পানছড়ি সরকারি ডিগ্রি কলেজ থেকে জিপিএ-৩.৩৩ পেয়ে এইচএসসি পাশ করেছে। তার মা মানিক পুতিচাকমা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে দীঘিনালা কলেজ কেন্দ্র থেকে জিপিএ ৩.৬৭ পেয়েছেন।

মায়ের সাফল্যে উচ্ছ্বসিত সুমেন চাকমা জানান, লেখাপড়ার প্রতি মায়ের প্রবল আগ্রহ ছিল। এতে আমার পড়াশোনার আগ্রহ বেড়েছে। মা আমার অনুপ্রেরণা।

ইসরাত জাহান খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে জিপিএ-৪.০০ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার মা রাবিয়া আক্তার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে খাগড়াছড়ি সরকারি কলেজ কেন্দ্র থেকে জিপিএ-৩.৮৯ পেয়ে এইচএসসি পাশ করেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -