চলাচলে অক্ষম বিএনপি প্রার্থী, উদ্যমী আ`লীগের তরুণ প্রার্থী

0
84

বিএনপি প্রার্থী হাসান সরকার বয়সের ভারে অনেকটাই অচল হয়ে গেছেন। গত কয়েকদিন নির্বাচনী প্রচারনা করতে গিয়ে অনেকটাই পরিশ্রান্ত দেখায় তাকে। সব সময়ই সাথে ডাক্তার থাকে তার প্রেশার ও বার্ধক্য জনিত সমস্যার সমাধানের জন্য।

সরজমিনে গিয়ে দেখা যায় , অন্যর সাহায্য ছাড়া সে চলাফেরা করতের পারে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা জানায়, টয়লেট করতেও হাসান সরকারের একজনের সহযোগিতার দরকার হয়।
খোদ বিএনপির অনেক নেতা কর্মী প্রকাশ্যে-অপ্রকাশ্যে এ নিয়ে বিরুপ মন্তব্য করছেন। গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন বলেন, এমন চলাচল অযোগ্য একজন  বৃদ্ধকে নমিনেশন দেয়া ঠিক হয় নাই।

সাধারন জনগনের ভিতরও এ নিয়ে আছে বিরুপ প্রতিক্রিয়া । অনেকেই বলছে, এমন বৃদ্ধ লোক যে নিজে চলাচল করতে পারেন না অন্যর সাহায্য ছাড়া, সে কি করে জনগনের খোঁজ নিবে বা শহরে উন্নয়ন করবে, মানুষের সেবা করবে!

অন্যদিকে, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলমকে নিয়ে দলের মধ্যে চাঙ্গা ভাব বিরাজ করছে।
গাজীপুরের গণমানুষের আশা আকঙ্খা ও স্বপ্ন পূরণ করতে জাহাঙ্গীরই যোগ্য মনে করেন সাধারণ ভোটাররা। সবাই ঐক্যবদ্ধভাবে উন্নয়নের প্রতীককে নির্বাচনে বিজয়ী করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন স্থানীয় সাধারণ জনতা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।