শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরজেনে নিন টাঙ্গাইলের ছেলে আরফান নিশো সম্পর্কে গুগলে সার্চ করা তিনটি প্রশ্নের...

জেনে নিন টাঙ্গাইলের ছেলে আরফান নিশো সম্পর্কে গুগলে সার্চ করা তিনটি প্রশ্নের উত্তর

বিনোদন ডেস্ক : সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তার সম্পর্কে অনেকে অনেক কিছু জানতে চায়। কিন্তু সবসময় তা জানা সম্ভব হয় না। কিছু প্রশ্ন জানতে মানুষ বারবার গুগল করে। আর তার মধ্যে একটি প্রশ্ন তিনি কেন বউ ছেলের ছবি কোথায় দেন না? তার সহজ সরল উত্তর,‘ এতে মানুষ নানা কথা বলে। আমি পার্সোনাল আর প্রফেশনাল লাইফটা আলাদা রাখতে চাই।’ আফরান নিশোর গ্রামের বাড়ি টাঙ্গাইল। তবে তিনি বড় হয়েছেন ঢাকার এলিফেন্ট রোডে।

আফরান নিশো গাজী রাকায়াতের পরিচালনায় ‘ঘরছাড়া’ নাটকের মধ্য দিয়ে নাটকে আসেন।

১. আফরান নিশোর আসল নাম: আহমেদ ফজলে রাব্বী,বাবা মা নাম দিয়েছিলো, আর নিজের দেওয়া নাম আফরান সবাই নিশো নামেই জানতো, কিছুদিন পরে দেখতে পারবেন আহমেদ ফজলে রাব্বী (আরফান নিশো)। কারণ ফেসবুক আইডি হ্যাক হয়েছে। সেখানে অরিজিনাল নাম চাচ্ছে।

২. আফরান নিশোর উচ্চতা: ৫ফিট সাড়ে ১০ ইঞ্চি। আর বয়স ৩৭ বছর।

৩. আফরান নিশোর কষ্টের নাটক: বুকের বা পাশে যেখানে মেহেজাবীন জড়িত,মিজানুর রহমান আরিয়ান জড়িত সুন্দর কষ্টের নাটক উপহার দিতে পেরেছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -