নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার পুংলী রেল লাইনের পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের নামপরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, শুক্রবার পুংলী রেল লাইনের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয় । লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের নামপরিচয় পাওয়া যায়নি। তবে নিহতের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে।
তিনি আরো বলেন, লাশটি ট্রেন লাইনের পাশে পড়ে থাকায় এটি হত্যা নাকি দুর্ঘটনা তা বলা যাচ্ছেনা। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে । তবে নিহতের গলা ও বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।