নিজস্ব প্রতিবেদকঃ জমকালো আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইল সদর উপজেলায় কাজীপুর তালুকদার পাড়া মিতালী যুব সংঘ ক্লাবের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে কাজীপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তালুকদার পাড়া মিতালী যুব সংঘ ক্লাবের আয়োজনে এতে অংশ নেয় কাজীপুর তালুকদার পাড়া মিতালী যুব সংঘ ক্লাব বনাম বিষ্ণপুর নবারুন যুব সংঘ ক্লাব।
খেলার শুরু থেকে সমাপ্তি পর্যন্ত মনোমুগ্ধকর কাউন্টার এটাকিং ফুটবল খেলা প্রদর্শন করে টাঙ্গাইলের খেলোয়াররা। তাদের নৈপূণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন হাজার হাজার দর্শক।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৬০ মিনিটের সময়সীমা শেষ হলে টাইব্রেকারে কাজীপুর তালুকদার পাড়া মিতালী যুব সংঘ ক্লাবকে ২-৩ গোলে হারিয়ে বিষ্ণপুর নবারুন যুব সংঘ ক্লাব চ্যাম্পিয়ন হয়।
চ্যাম্পিয়ন দলকে ৩২ইঞ্চি এলইডি টিভি ও রানার আপ দলকে ২৪ইঞ্চি এলইডি টিভি পুরস্কৃত করা হয়।
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর মালেক সরকার, রুস্তম আলী, মহিলা কাউন্সিলর সেলিনা আক্তার (স্বর্ণা), সাবেক কাউন্সিলর হাসিম ইমাম তালুকদার, আব্দুল্লাহ আল মামুন (বাদশা), ক্লাবের উপদেষ্টা মনিরুজ্জামান খোকা তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন নায়েব আলী তালুকদার, সোহরাব হোসেন তালুকদার, হুমায়ন তালুকদার, আজহার হোসেন তালুকদার, জাহাঙ্গির হোসেন তালুকদার, নুরুল ইসলাম তালুকদার, খলিলুর রহমান তালুকদার, ময়না তালুকদার, আনোয়ারুল ইসলাম, মস্তোফা কামাল, রমজান আলী তালুকদার, মিতালী যুব সংঘ ক্লাবের সভাপতি মো. হাবিবুল্লাহ তালুকদার, সাধারণ সম্পাদক রানা তালুকদারসহ ক্লাবের কর্মকর্তা ও এলাকার গন্য মান্য ব্যক্তি বর্গ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।