নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা কৃষকলীগের আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ধান-চাল ক্রয় কমিটিতে জেলা উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং খাদ্য মন্ত্রী সাধান চন্দ্র মজুমদার কে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিলিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত পথসভার মধ্যদিয়ে সমাপ্ত করা হয়।
কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামস্ উদ্দিন প্রমুখ। এসময় টাঙ্গাইল জেলা কৃষকলীগের সহ-সভাপতি মনির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আরিফ খান ইউসুফ জাই, সদর উপজেলা কৃষকলীগের আহবায়ক জালাল উদ্দিন মিন্টু, জেলা কৃষকলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু হানিফ, সদস্য আঃ করিম তালুকদারসহ কৃষক লীগের জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।