নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি। বুধবার রাতে এলেঙ্গা বাসস্ট্যান্ড এবং এলেঙ্গা বিরতিপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন কালিহাতীর দক্ষিণ বেতডোবার জিন্নত বেপারীর ছেলে বিল্লাহ হোসেন এবং ঘাটাইলের পুকুরিয়া বৈলতৈল গ্রামের খন্দকার গোলাম সারোয়ারের ছেলে খন্দকার হাসান সারোয়ার মিলন।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের এসপি সঞ্জিত কুমার রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই হাজার ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। এ ব্যাপারে কালিহাতী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। তারা কালিহাতী থানাসহ এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলো।