নিউজ টাঙ্গাইল ডেস্ক: স্ত্রী রীণার (১৬) তালাকের নোটিস পেয়ে খুশিতে দুধ দিয়ে গোসল করছেন স্বামী আলম (১৮)। আলমের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামে। দুধে গোসলের পর দুই শতাধিক পড়শিকে বাড়িতে নিমন্ত্রণ করে এনে ভূরিভোজও করায় আলম। আজ সোমবার (১৫ জুলাই) এই ঘটনা ঘটে।
জানা যায়, প্রেমঘটিত এ বাল্য বিয়ে টিকেনি এক বছরও। এক সময়ে শুভ খবরে দুধ ঢেলে আপনজনকে আশীর্বাদ করা ছিল আমাদের সমাজের প্রচলিত নিয়ম।
নির্বাচনে কারচুপির অভিযোগে কয়েক বছর আগে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার এক ইউপি চেয়ারম্যান প্রার্থী দুধে গোছল সেরে প্রচলিত রাজনীতি প্রত্যখান করেন। ক্ষুদ্র নৃগোষ্ঠি কোচরা নতুন বধূকে বরণ করার জন্য দম্পতিকে দুধে স্নান করাতেন। বিচ্ছেদ হওয়া স্বামীস্ত্রীর সম্পর্ক পুনঃএকত্রীকরণ হলে দুধ দিয়ে আশীর্বাদ করার রেওয়াজ এখনো রয়েছে। যাতে সারাজীবন টিকে থাকে সে সম্পর্ক। কিন্তু তালাকের নোটিস পেয়ে উচ্ছসিত স্বামীর দুধে গোছল ব্যতিক্রম ঘটনা।
বিষয়টি এলাকাবাসীকে বিস্মিত করেছে। বিবাহ বিচ্ছেদে দুধ দিয়ে গোসল ও ভূরিভোজের মতো ঘটনা আমাদের সামাজিক সুব্যবস্থাপনাকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন সমাজবোদ্ধারা।