বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরটাঙ্গাইলে ৫১০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলে ৫১০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ টাঙ্গাইল  ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলাধীন মাটিকাটা থেকে পাঁচশ ১০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী সেলিমকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সেলিম ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি গ্রামের মো. আ. লতিফ মিয়ার ছেলে।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০৫ জুলাই) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ভূঞাপুর উপজেলার মাটিকাটা কমিউনিটি ক্লিনিকের পাশ থেকে পাঁচশ ১০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মো. সেলিমকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন, দুইটি সিমকার্ড ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, তার বিরুদ্ধে ভূঞাপুর থানায় দেশের প্রচলিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -