মঙ্গলবার, মে ৩০, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাধনবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ধনবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

টাঙ্গাইলের ধনবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে-সাথে তোপধ্বনি, পুস্পস্তবক অপর্ন, জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড্ডয়ন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।

মহান স্বাধীনতা যুদ্ধে শহীদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে মোনাজাত করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসলাম হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতিহা তাকলিমা, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -