নভেম্বরেই বিয়ে হওয়ার কথা ছিল সুশান্ত-রিয়ার

0
137

নিউজ টাঙ্গাইল ডেস্ক:  লিউড তারকা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল অভিনেত্রী রিয়া চত্রুবর্তীর।

সুশান্তের পরিবারের লোকেরা এমন দাবিই করেছেন ।

সুশান্তের ঘনিষ্ঠরা জানিয়েছেন, তাদের এনগেজমেন্ট হয়ে গিয়েছিল। নভেম্বের বিয়ের কথা ছিল। কিন্তু দিন দশেক আগেই রিয়া সম্পর্ক ছিন্ন করেন। রিয়া তাকে জানিয়ে দেন, তিনি সম্পর্কটা থেকে বেরোতে চান।

বিয়ের আগে হঠাৎ করে রিয়ার সম্পর্কছেদের কারণেই কী সুশান্ত আত্মহত্যা করেছেন- এমন অনেক প্রশ্ন এখন উসকে দিচ্ছে।

এছাড়া রিয়া কী কারণে সুশান্তের জীবন থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সে প্রশ্নও ঘুরপাক খাচ্ছে।

সূত্রের খবর, ভাট পরিবারের সঙ্গে রিয়া খুবই ঘনিষ্ঠ। মহেশের কাছে সুশান্তকে নিয়ে তার দুশ্চিন্তা ব্যক্ত করেছিলেন রিয়া। অবসাদগ্রস্ত সুশান্ত হ্যালুসিনেট করতেন, নানা রকম শব্দ শুনতেন… এই সবে নাকি ঘাবড়ে গিয়েছিলেন রিয়া। সুশান্তের আচরণ নাকি পারভিন বাবির মতো হয়ে যাচ্ছিল। শেষের দিকে ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলেন সুশান্ত। যার জেরে সমস্যা বাড়তে থাকে বলে অনুমান। এসব কারণেই রিয়া সম্পর্ক ভেঙেছেন বলে মনে করা হচ্ছে।

যদিও মৃত্যুর কিছু দিন আগে দুজনে কথা বলেছেন। মৃত্যুর দিনেও রিয়াকে ফোন করেছিলেন বলে শোনা যাচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।