বঙ্গবন্ধু সেতুতে ১০ গাড়ির সংঘর্ষে আহত ১৫

0
117

নিউজ টাঙ্গাইল ডেস্ক : বঙ্গবন্ধু সেতুতে ১০টি গাড়ি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান জানান, ঘণ কুয়াশার কারণে শুক্রবার ভোরে তিন ঘণ্টা বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে যান চলাচল শুরু করলে ভোর ৬টার দিকে ঢাকাগামী লেনে পর পর ১০ গাড়ি সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়। আহতদের টাঙ্গাইল ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

যানজট নিরসনে পুলিশ, ফায়ার সার্ভিসকর্মীরা দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সেতু থেকে অন্যত্র সড়িয়ে নেয়ার কাজ করছে। বেলা বাড়ার সাথে সাথে সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে বলেও জানান ওসি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।