নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে মায়ের কাছে মাদকের টাকা না পেয়ে অভিমানে আমির হামজা (২৫) নামের এক ছেলে আত্মহত্যা করেছে। ১লা সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার কালিয়া পশ্চিম ঘোনার চালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমির হামজা ওই গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আমির হামজা মাদকাসক্ত ছিল। নিয়মিত তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে মাদক সেবন করতো। সোমবার সকাল ৮টায় প্রতিদিনের মত মায়ের কাছে টাকা চাইলে টাকা না দেওয়ায় নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় । সকাল ১১ টায় ডাকাডাকি পর সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা যায় মাদকাসক্ত আমির হামজা ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারীর পিতা আব্দুস সাত্তার মিয়া ছেলের মাদক সেবনের বিষয়টি নিশ্চিত করেছে।
থানার উপ-পরিদর্শক এস আই) মজিবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।