এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা মানোন্নয়নে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
আইনশৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, সহকারী কমিশনার ভূমি আয়শা জান্নাত তাহেরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা বেলায়েত হোসেন, ওসি তদন্ত এএইচএম লুৎফুল কবির, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার লুৎফা, সমাজ সেবা কর্মকর্তা মুনসুর আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম ফেরদৌসসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।