বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ফাঁসিতে ঝুলে চা বিক্রেতার আত্মহত্যা

সখীপুরে ফাঁসিতে ঝুলে চা বিক্রেতার আত্মহত্যা

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে মীর জাফর (৫০) নামের এক চা বিক্রেতা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। গত বুধবার রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকায় তার নিজ বাড়ির পাশে গাছের সঙ্গে ঝুলে সে আত্মহত্যা করে। নিহত মীর জাফর ওই এলাকার মীর আবদুল গফুরের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মীর জাফর বাড়ির পাশের কীর্ত্তনখোলা চৌরাস্তা নামক বাজারে চায়ের দোকান করতেন। বুধবার রাতে বাড়ি থেকে বের হওয়ার সময় বলে যান ওই বাজারে রাতে তার বাজার পাহারা দিতে হবে। সকালে বাড়ির পাশে গাছের সঙ্গে তার লাশ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।

পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো.সহিদ সিকদার বলেন, নিহত মীর জাফর বেশ কিছু টাকা ঋন ছিল। প্রায় দুই মাস আগে বাড়ির পাশে এসডিএস মোড়ে তার ছেলের একটি কনফেকশনারি দোকান আগুনে পুড়ে যায়। এতে পরিবার নিয়ে মীর জাফর মানসিক ভাবে ভেঙ্গে পড়ে ছিল।

সখীপুর থানার ওসি (তদন্ত) মো.লুৎফুল কবীর বলেন,লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -